দেশে টানা পঞ্চম দিনের মতো ২৪ ঘণ্টায় ৬০০-এর বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে, শনাক্তের হার ছাড়িয়েছে ১৫ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষা করে ৬২০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে এক জনের। আগের দিনও এক জনের মৃত্যু হয়েছিল, শনাক্ত হয়েছিল ৬৭৮ জন নতুন রোগী।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে ১৫ দশমিক ৩৮ শতাংশ হয়েছে, যা বৃহস্পতিবার ছিল ১৪ দশমিক ১৩ শতাংশ। দৈনিক শনাক্তের এই হার ১০ জুলাইয়ের পর সর্বোচ্চ। সেদিন শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৪৭ শতাংশ ।
নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ২০ হাজার ৭৬৮ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৩৪৭ জন। ২৪ ঘণ্টায় ৩৪৫ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬২ হাজার ১৬৪ জন। নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৪৭১ জনই ঢাকা জেলার বাসিন্দা। গত এক দিনে দেশের ৩৯ জেলায়ই নতুন রোগী পাওয়া গেছে। গত এক দিনে মারা যাওয়া ব্যক্তি সরকারি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। পঞ্চাশোর্ধ্ব এই ব্যক্তি হবিগঞ্জ জেলার বাসিন্দা ছিলেন।