রাজবাড়ীর লক্ষ্মীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার পদ্মা নদীর তীরবর্তি বোলতা স্লুইচ গেট এলাকা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার দাদশী ইউনিয়নের বোলতা স্লুইচ গেটের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, পদ্মা নদীর পানিতে ভেসে মরদেহটি লক্ষ্মীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার বোতলা স্লুইচ গেটের পাশের পদ্মার তীররক্ষা ব্লকে বেধে মরদেহটি আটকে ছিল। স্থানীয়রা দেখে রাজবাড়ীর সদর থানা পুলিশে খবর দিলে থানা পুলিশ ও নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ঘটনাস্থল থেকে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরহতাল প্রতিবেদন শেষে করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাকে হত্যা করা হয়েছে। লাশের গায়ে পচন ধরেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে হত্যাকান্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।