বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

২০২৬ পর্যন্ত আর্জেন্টিনার ডাগ আউটে স্ক্যালোনি 

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১২:২৫

লিওনেল মেসির জোড়া গোলে জ্যামাইকার বিরুদ্ধে ৩-০ গোলে জয়ের উৎসব চলছে তখনও। এরই মধ্যে আলবিসেলেস্তারা পেলো আরো একটি সুখবর। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া এক আনুষ্ঠানিক এক ঘোষণায় জানালেন, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচের পদে থাকবেন লিওনেল স্ক্যালোনি।

এই ঘোষণার পর বেশ খুশি হওয়ারই কথা আর্জেন্টিনার ভক্ত সমর্থকদের। আলবিসেলেস্তাদের হয়ে এখনই শেষ হচ্ছে না ‘লা স্ক্যালোনেতা’। আরো চার বছর আর্জেন্টিনার ডাগ আউট মাতাবেন দলকে খোলনচলে বদলে ফেলা স্ক্যালোনি।

জ্যামাইকার বিপক্ষে জয়ের পরই এক টুইটবার্তায় স্ক্যালোনির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি জানান ক্লদিও তাপিয়া। টুইটবার্তায় তিনি লেখেন,  ‘আপনাদের সবাইকে অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে, লিওনেল স্ক্যালোনিকে আমরা ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত হেড কোচ হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরো বলেন ‘জাতীয় দলের চলমান প্রজেক্টের ওপরেই আস্থা রাখছি আমরা। আরও কিছু সময় এই দলে ‘লা স্ক্যালোনেতা’ চলমান থাকবে।’

সাধারণত ফুটবলে বিশ্বকাপের পারফরম্যান্সের ওপর অনেকটা নির্ভর করে জাতীয় দলের কোচ নিয়োগ বা ছাটাই বা তাদের ভবিষ্যত। স্ক্যালোনির সঙ্গেও কাতার বিশ্বকাপ পর্যন্তই চুক্তি ছিলো আর্জেন্টিনার। তবে তার সঙ্গে আর চুক্তি ছিন্ন করতে চাচ্ছে না এএফএ। কাতার বিশ্বকাপ শুরুর আগেই আরও এক বিশ্বকাপের জন্য কোপা আর লা ফিনালিসিমা জয়ী এই কোচকে রেখে দিচ্ছে আলবিসেলেস্তেরা।

এএফএ প্রেসিডেন্টের ঘোষনার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় স্ক্যালোনি জানান, ‘এটা বিশেষ কিছু, সম্পূর্ণ কোচিং স্টাফ এবং আমার জন্য এটা একটা আবেগের মুহূর্ত। কারণ আমরা সবাই চার বছরের দীর্ঘ একটা চক্র একসঙ্গে শেষ করেছি।’

তিনি আরো বলেন, ‘সভাপতি তাপিয়ার সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক রয়েছে। আমাদের একটা বৈঠক হয়েছে। সেখানে দুই পক্ষই এই ইচ্ছেটা (চুক্তি নবায়ন) প্রকাশ করেছিলাম।’

২০১৮ বিশ্বকাপের পর আর্জেন্টিনার দায়িত্ব নেওয়া স্ক্যালোনি এখন পর্যন্ত ৪৯ ম্যাচে ডাগ আউটে দাঁড়িয়ে জয় পেয়েছে ৩২ ম্যাচে, ড্র করেছে ১৩টি ম্যাচ আর হেরেছে ৪ ম্যাচে। স্ক্যালোনির অধীনেই দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এছাড়া গত জুনে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে লা ফিনালিসিমার শিরোপাও জিতেছে লিওনেল মেসিরা।

ইত্তেফাক/এসএস