উত্তর ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে ড্রোন হামলার কবলে পড়েছে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) একটি ত্রাণবহণকারী ট্রাক। এঘটনায় ট্রাক চালক আহত হয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় আল-জাজিরা।
ডব্লিউএফপি জানিয়েছে, রবিবার (২৫ সেপ্টেম্বর) ড্রোনটি উত্তর-পশ্চিম টাইগ্রেতে জানা ওয়ারেদা নামের একটি এলাকার কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ সময় ট্রাকটি আঘাতপ্রাপ্ত হয়।
এ বিষয়ে জাতিসংঘের মুখপাত্র জানান, ড্রোন হামলা থেকে উড়ে আসা ধ্বংসাবশেষ একজন ড্রাইভারকে আহত করেছে। ডব্লিউএফপি ফ্লিট ট্রাকটিও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনার পর ওই এলাকায় আবারও ত্রাণ বিতরণ করা হবে কিনা তা এখনও বলা সম্ভব না।
ডব্লিউএফপি ট্রাকটি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকেদের কাছে খাবার সরবরাহ করছিল। পাঁচ মাসের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে নতুন করে যুদ্ধের ফলে কয়েক হাজার মানুষ বিপর্যস্ত অবস্থায় আছেন। এরপর থেকে, খাদ্য সহায়তা বহনকারী কোনো ট্রাক টাইগ্রেতে প্রবেশ করেনি।
ডব্লিউএফপি আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা ও মেনে চলার জন্য এবং মানবিক কর্মী, প্রাঙ্গণ ও সম্পদ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার জন্য সকল পক্ষকে আহ্বান জানিয়েছে।