শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

অবসরের পরও বেনজীরের নিরাপত্তায় থাকবে অস্ত্রধারী পুলিশ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৮

পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ অবসরে যাচ্ছেন আগামী ৩০ সেপ্টেম্বর। নিরাপত্তাজনিত কারণে অবসরের পরও তার সঙ্গে ও বাড়িতে সার্বক্ষণিক পুলিশ পাহারার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শফিকুল ইসলামের সই করা চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, বেনজীর আহমেদের অবসর প্রস্তুতিজনিত ছুটিকালে তার বাড়িতে এবং সঙ্গে একটি গাড়িতে সাদা পোশাকে অস্ত্রধারী নিরাপত্তারক্ষী মোতায়েনে ব্যবস্থা নিতে হবে।

ইত্তেফাক/এনএ/এসএস