রোববার, ০৪ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জানা গেলো রানির মৃত্যুর কারণ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ২০:৫২

যুক্তরাজ্যের স্কটল্যান্ডে অ্যাবারডিনশায়ারে নিজস্ব বাসভবন বালমোর‍্যাল ক্যাসলে গত ৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তবে সে সময় সঠিক কারণ জানানো হয়নি গণমাধ্যমকে। বলা হয়েছিল শান্তিপূর্ণভাবেই মারা গেছেন রানি।

বৃহস্পতিবার ২৯ (সেপ্টেম্বর) প্রকাশিত মৃত্যুর রেজিস্টার নথিতে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কারণ জানানো হয়েছে। সেখানে কারণকে ‘বার্ধক্য’ হিসাবে বর্ণনা করা হয়েছে। স্কটল্যান্ডের রেজিস্ট্রার জেনারেল পল লো নিশ্চিত করেছেন, রানির মৃত্যু ১৬ সেপ্টেম্বর অ্যাবারদিনশায়ারে নিবন্ধিত হয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান।

রানির ডেথ সার্টিফিকেট

প্রতিবেদনে বলা হয়েছে, অন্য কোনো কারণ নয় রানি বয়সজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। নথিতে বলা হয়েছে, ৯৬ বছর বয়সী রানি গত ৮ সেপ্টেম্বর ব্যালমোরাল প্রাসাদে বিকেল ৩ টা ১০ মিনিটে মারা যান। প্রিন্সেস অ্যান তার মায়ের মৃত্যু নিবন্ধন করেন।

এছাড়া খবরে বলা হয়েছে, রানি বিকেল ৩ টায় মারা গেলেও তার বাকিমহাম প্যালেস সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে রানির মৃত্যুর খবর প্রকাশ্যে ঘোষণা দেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে রানির স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা উদ্বেগ জানান। তখন তারা রানিকে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছিলেন। রানির অসুস্থতার খবরে স্কটল্যান্ড ছুটে যান তার স্বজনরা।

১৯৫২ সালে ব্রিটেনের রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়। মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র চার্লস ব্রিটেনের নতুন রাজা হন।

ইত্তেফাক/এএইচপি