শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হকি খেললে গোলরক্ষক হতাম: সোহান

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৭

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক হকি টুর্নামেন্ট হকি চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশের লোগো উন্মোচন হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর)ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি)  এই অনুষ্ঠানে যোগ দেন জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটার নূরুল হাসান সোহান।

এই সময় তিনি বলেন, ‘এই ধরনের টুর্নামেন্ট নিয়মিত হলে খেলোয়াড়দের আরো বেশি উন্নতি করবে। হকি যেহেতু আমরা বিশ্বের ২৭ নম্বরে আছি। আরেকটু চেষ্টা করলে বিশ্বকাপও খেলা সম্ভব। ক্রিকেটের পর হকিতেও ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হলো। এর সুফল পাওয়া যাবে।’

হকি কখনও খেলেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ আমি কখনও হকি খেলিনি। যেহেতু আমি উইকেটকিপার তাই হকি খেললে আমি গোলরক্ষক হতাম।’

কখনও হকিস্টিক ধরেছেন কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ ধরেছি। হকিস্টিক ধরলে একটা পাওয়ার আসে। মারামারির উদ্দেশ্য ধরেছেন কিনা প্রশ্নে সোহান হেসে বলেন, ‘না। মারামারির জন্য ধরি নাই। এমনিতেই হকিস্টিক ধরলে একটা পাওয়ার আসে।’

এই লোগো উন্মোচন অনুষ্ঠানে আরও যোগ দেন ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও আর্চার রোমান সানা, শাটলার এলিনা সুলতানা, অভিনেত্রী নাফিজা তুষিসহ অনেকে।

ইত্তেফাক/জেডএইচ/এসসি

এ সম্পর্কিত আরও পড়ুন