শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দুই মামলায় বিএনপির ১৭৭ নেতা-কর্মীর আগাম জামিন

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৮:০৬

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা দুই মামলায় মুন্সিগঞ্জ বিএনপির ১৭৭ নেতা-কর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। দলটির নেতা-কর্মীরা আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. খায়রুল আলমের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।

জামিনপ্রাপ্তরা হলেন-মুন্সিগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, শহর বিএনপির আহ্বায়ক এ কে এম ইরাদত মানু, মীরকাদিম পৌরসভার আহ্বায়ক জসিমউদ্দিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মো. হালিম হোসেন প্রমুখ। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামাল হোসেন।

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২১ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ শহরের মুক্তারপুর এলাকায় বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে জেলা বিএনপি। সেখানে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় পরদিন বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। এসব মামলায় ১৭৭ নেতা-কর্মী হাইকোর্টে আত্মসমর্পণ করে আগাম জামিন চান।

এর আগে গত সপ্তাহে এই দুই মামলায় প্রায় দেড় শত নেতা-কর্মী হাইকোর্ট থেকে আগাম জামিন পান। 

ইত্তেফাক/এএএম