শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘পাকিস্তানকে হারাতে স্পিনই যথেষ্ট’

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৯:৫৯

এশিয়া কাপের শিরোপা ধরে রাখতে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আর জয়ের এই ধারা পাকিস্তানের বিপক্ষেও অব্যাহত রাখতে চায় বাঘিনীরা। 

পাকিস্তানের বিপক্ষে জয় পেতে স্পিনেই ভরসা রাখছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার রুমানা আহমেদ। পাকিস্তানকে হারাতে স্পিনারাই যথেষ্ঠ বলে মনে করেন এই অলরাউন্ডার। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রুমানা বলেন, ‘জানি ওরা স্পিন বল ভালো খেলে। কিন্তু স্পিন দিয়েই তো ওদের বরাবর অ্যাটাক করেছি। আমাদের স্পিনাররা আগে যেটা করতো, এর চেয়ে বেশি ভালো করছে। আমরা দেখেছি যে ম্যাচগুলো খেলেছি, স্পিনাররা বেস্ট এফোর্ট দিয়ে আসছে। এখানেও পাকিস্তানকে হারাতে আমাদের স্পিনই এনাফ।’ 

২০১৮ সাল থেকে ওয়ানডে ও টি-২০ মিলিয়ে মোট পাঁচবার পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। সর্বশেষ বিশ্বকাপেও পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। সেই জয় স্মরণ করে রুমান আরও বলেন, ‘শেষ বিশ্বকাপে আমরা ওদের হারিয়েছি। ওদের মাটিতেই টি-টোয়েন্টিতে হারিয়েছি। বেশ কিছু অর্জন আছে ওদের বিপক্ষে। অনেক দিন পাকিস্তানের কাছে হারিনি। এটা আমাদের মেয়েদের অবশ্যই আত্মবিশ্বাসী করবে। সর্বশেষ এশিয়া কাপেও আমরা ভালো করেছি। এখানেও আমরা খুব সিরিয়াস, সেরা চেষ্টাটাই করব।’

ইত্তেফাক/জেডএইচডি