শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, দগ্ধ ৩

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০৫:০৩

রাজধানীর বাড্ডা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন- জুয়েল শিকদার (৩০) ও শহিদুল ফকির (২৫)। দগ্ধ হয়েছে আরও ৩ জন। সোমবার (৩ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গতকাল রাত ৯ টার দিকে ১০০ ফিট এলাকায় বৈদ্যুতিক খুঁটি  পোতার সময় ৫ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে  গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদুল ও জুয়েলকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। একই ঘটনায় দগ্ধ শাকিল (৩২), ইলিয়াছ (৩১) ও রেজাউল (৩০) নামে ৩ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

মৃত জুয়েল পটুয়াখালী বাউফল উপজেলার যৌতা গ্রামের আলাউদ্দিন ফকিরের ছেলে। আর শহিদুল একই উপজেলার আদাবাড়িয়া গ্রামের মোতালেব শিকদারের ছেলে। বর্তমানে তারা যাত্রাবাড়ির মীরহাজীরবাগ এলাকায় থাকতেন।

ইত্তেফাক/জেডএইচডি