শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রায়হান রাফির সিনেমায় শাকিব, নায়িকা কে?

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১৩:৪৩

হালের অন্যতম সেরা নির্মাতা রায়হান রাফি। ‘পরাণ’ দিয়ে দেশ-বিদেশের দর্শক মাতিয়েছেন তিনি। এবার দিলেন বড় চমক। চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। আজ মঙ্গলবার (৪ অক্টোবর) নিজেই এই তথ্য নিশ্চিত করলেন রাফি।

তিনি জানান, ‘আমার প্রথম সিনেমা মুক্তির পর থেকেই শাকিব খান ভক্তদের এবং আমার ভক্তদের--সবারই অনুরোধ ছিল, আমি যেন শাকিব ভাইয়াকে নিয়ে সিনেমা বানাই। আমার নিজেরও অনেক ইচ্ছা ছিল। কিন্তু এমন কোনো গল্পে আমরা পৌঁছাতে পারছিলাম না, যে গল্পে আমাদের দুজনেরই বিশ্বাস ছিল। অবশেষে আমার এবং আমাদের সিনেমাপ্রেমী দর্শকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।’

বাংলাদেশি সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে পরিচালক রায়হান রাফির কোলাবোরেশন আসছে  খুব শিগগিরই।

‘দামাল’-এর পর আমার সবচেয়ে বড় ভেঞ্চার নির্মিত হতে যাচ্ছে এস কে ফিল্মসের সঙ্গে। আমার এই সিনেমার প্রযোজক হিসেবে আছেন টপি খান ও মনিরুজ্জামান। এই ছবির নায়ক হিসেবে আছেন সবার প্রিয় শাকিব খান। আর নায়িকা হিসেবে কে থাকছেন তা সবার জন্য চমক রইল।’

দোয়া চেয়ে তিনি বলেন, ‘দোয়া করবেন আমার জন্য। শাকিব ভাইয়ের সঙ্গে আমার প্রথম এই প্রজেক্ট। ইনশাআল্লাহ আপনাদের জন্য ধামাকা কিছুই হবে।’ 

এদিকে নায়িকা বুবলীর সঙ্গে বিয়ে সন্তান নিয়ে আলোচনা-সমালোচনায় দিন পার করছেন শাকিব খান। এসবের ভিড়ে রাফির সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে নিজেকে নতুনভাবে ফিরে পাবেন তিনি, এমনটাই প্রত্যাশা ভক্ত-অনুরাগীদের।

ইত্তেফাক/বিএএফ