রাজশাহী বরেন্দ্র অঞ্চলে এখন পর্যন্ত চলছে মাঠ থেকে ধান কাটা ও মাঠেই মাড়াই এবং সাফসুতরার কাজ। চউশ টিয়া আমন জাতের ধানের ফলন ভালো হয়েছে। তবে গতবারের থেকে ফলন কম হয়েছে প্রায় বিঘা প্রতি ৪-৫ মণ। কারণ, এ ধানের সময় পানির অভাব বেশি থাকার কারণেই ফলন কম হয়েছে। তবে যা হয়েছে তাতেই খুশি কৃষক। এভাবেই গোদাগাড়ী উপজেলার মহিষাল বাড়ি এলাকায় ধান মাড়াই করছেন কৃষকেরা। ছবিগুলো মঙ্গলবার (৪ অক্টোবর) তোলা। ছবি: আজহার উদ্দিন