চলতি বছরের রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা হবে আজ। বাংলাদেশ সময় বুধবার (৫ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে এই ঘোষণা আসতে পারে। নোবেল পুরস্কারের ওয়েবসাইট 'নোবেল ডট ওআরজি' এ তথ্য জানিয়েছে।
গত সোমবার (৩ অক্টোবর) চিকিৎসাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্যদিয়ে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরদিন মঙ্গলবার (৫ অক্টোবর) পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। এরই ধারাবাহিকতায় আজ (বুধবার) ঘোষণা দেয়া হবে রসায়নে নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তিদের নাম।
এ বছর চিকিৎসাস্ত্রে নোবেল পেয়েছেন সুইডিশ বিজ্ঞানী সভান্তে প্যাবো। পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীরা হলেন, ফরাসি পদার্থবিজ্ঞানী অ্যালাইন অ্যাসপেক্ট, মার্কিন পদার্থবিজ্ঞানী জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার পদার্থবিজ্ঞানী অ্যান্টন জেলিঙ্গার।
এছাড়া আগামী ১০ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে নোবেল বিজয়ীদের নাম ঘোষণার আনুষ্ঠানিকতা। আরপর আগামী ডিসেম্বরে সুইডেনের স্টকহোমে নোবেল সপ্তাহে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পদক, সনদ ও অর্থ।
গত বছর রসায়নের নোবেল পুরস্কার পান বেঞ্জামিন লিস্ট ও ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান নামের দুই বিজ্ঞানী। জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়।