শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রবৃদ্ধি ৬.১ শতাংশের পূর্বাভাস বিশ্বব্যাংকের

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ২০:০৫

বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশে নেমে আসার পূর্বাভাস দিলো বিশ্বব্যাংক। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে চলতি অর্থবছর (২০২২-২৩) প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশে নেমে আসবে বলে উল্লেখ করেছে সংস্থাটি। 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক পূর্বাভাস প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। এ উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে শ্রীলঙ্কা। এবছর দেশটির অর্থনীতিতে প্রবৃদ্ধি না হয়ে ৪ দশমিক ২ শতাংশ সংকোচন হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া বন্যাদুর্গত পাকিস্তানের প্রবৃদ্ধি নেমে আসতে পারে ২ শতাংশে। তবে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে ভারত ও মালদ্বীপ। এ বছর ভারতের প্রবৃদ্ধি ৭ শতাংশ পর্যন্ত হতে পারে। সেইসঙ্গে মালদ্বীপের প্রবৃদ্ধি হতে পারে ৮ দশমিক ২ শতাংশ পর্যন্ত।

ইত্তেফাক/এএএম