দিন দুয়েক আগে পরিচালক রায়হান রাফি ঘোষণা দিয়েছেন, শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করবেন। সিনেমার নাম ‘প্রেমিক’। এই সিনেমায় নায়িকা হিসেবে শুরুতে তানজিন তিশার নাম শোনা গেলেও তিনি ছবিটিতে কাজ করছেন না। এবার শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিলেন তরুণ পরিচালক তপু খান।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) নির্মাতা তপু খান বলেন, শাকিব ভাইকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনা চলছে। প্রি-প্রোডাকশনও শুরু হয়ে গেছে। মূলত ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং ও কিছু অংশের ডাবিংয়ের সময় সিনেমাটি দেখে শাকিব ভাইয়ের ভালো লাগে।
তিনি আরও বলেন, শাকিব ভাইয়ের সেই ভালো লাগা থেকেই আমাদের নতুন সিনেমার পরিকল্পনা করা। সিনেমার নাম, অভিনয়শিল্পী, সিনেমাটির কবে শুটিং শুরু হতে পারে, সবকিছু কয়েকদিন পরে জানাতে পারবো। এখন আমার সিনেমা ‘লিডার- আমিই বাংলাদেশ’ কাজ চলমান। একই সঙ্গে নতুন সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে।
জানা গেছে, এই সিনেমাটি প্রযোজনা করবে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস।