রোববার, ০৪ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

৫৩৪ বেসামরিক ব্যক্তির লাশ পেয়েছে ইউক্রেনীয় পুলিশ

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১২:৪৭

সেপ্টেম্বরের শুরু থেকে ইউক্রেনীয় সেনাবাহিনীর পুনরুদ্ধার করা অঞ্চলে ৫৩৪ জন বেসামরিক নাগরিকের লাশ উদ্ধার করেছে ইউক্রেনীয় পুলিশ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) খারকিভের আঞ্চলিক পুলিশ বাহিনীর তদন্ত বিভাগের প্রধান সের্হি বলভিনভের বরাত দিয়ে এ তথ্য জানায় নিউ ইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকৃত লাশের মধ্যে ১৯ শিশুসহ ২২৬ জন নারী রয়েছেন। উদ্ধার হওয়া লাশের মধ্যে ৪৪৭টি বেসামরিক লাশ ইজিয়ামের একটি গণ সমাধিস্থলে পাওয়া গেছে।

বলভিনভ জানান, সম্প্রতি রাশিয়ার নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা অঞ্চলগুলোতে পুলিশ ২২টি স্থান আবিষ্কার করেছে যেগুলো নির্যাতনের চেম্বার হিসাবে ব্যবহার করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। তদন্তকারীরা সাবেক বন্দিদের কাছ থেকে সাক্ষ্য নিচ্ছেন এবং নথি ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করছেন।

নিহতদের বেশিরভাগই বাসিন্দাদের রাতের কারফিউ লঙ্ঘন করার জন্য বা ইউক্রেনীয় আর্টিলারি আক্রমণের লক্ষ্যবস্তু হিসেবে কাজ করার অভিযোগে আটক করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

ইত্তেফাক/ডিএস/কেকে