শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিয়ামদের ‘হোলাগো’

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ২১:৪০

তিনবন্ধু মিলে করোনার আগে গার্মেন্টস ব্যবসা শুরু করেছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তাদের প্রতিষ্ঠানের নাম ‘হোলাগো’। কিন্তু সেটা ছিলো অনলাইনে। এবার তারা নিয়ে এলেন আউটলেট। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশান-১ পুলিশ প্লাজায় শো-রুমটি উদ্বোধন করা হয়।

সিয়াম আহমেদ বলেন, “ফাহিম আদনান ও মেহেদি জামান সনেটের সঙ্গে আমার ২০ বছরের বন্ধুত্ব। ‘হোলাগো’ যতটা না ফ্যাশন ব্রান্ড তার থেকে বেশি এটা আমাদের বন্ধুত্বের উদাহরণ। ২০২০ সাল থেকে অনলাইন মাধ্যমে ‘হোলাগো’ শুরু হয়। অনলাইনে আমরা এতোটা সাড়া পেয়েছি যেটা বলার মতো না। সেই জায়গা থেকে আজকে আমাদের বাবা-মায়ের হাতে শোরুমটি উদ্বোধন করা হলো। এটাই আমাদের কাছে বড় পাওয়া। আশাকরি আপনার ‘হোলাগো’র সঙ্গে থাকবেন।”

ছবি: সংগৃহীত

গত ২৩ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিয়ামের সিনেমা ‘অপারেশন সুন্দর’। র‌্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে প্রদর্শিত হচ্ছে। এছাড়া তার নতুন সিনেমা ‘দামাল’ মুক্তি পেতে যাচ্ছে ২৮ অক্টোবর।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন