রোগ প্রতিরোধ ও গবেষণা কার্যক্রম আরো বেগবান করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বায়োব্যাংক প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকালে বিএসএমএমইউর শহিদ ডা. মিল্টন হলে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রান্সফিউশন মেডিসিন’ বিভাগের সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
এই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ। অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান ও কেক কাটা হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আসাদুল ইসলাম। সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. শেখ সাইফুল ইসলাম শাহীন। রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ, অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ্, ব্লাড ট্রান্সফিউশন মেডিসিনি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. আয়েশা খাতুন, সহযোগী অধ্যাপক ডা. আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক ডা. সোনিয়া শারমিন, ব্লাড ট্রান্সফিউশন বিভাগের কাউন্সিলর সুব্রত বিশ্বাস উপস্থিত ছিলেন। ১৯৭২ সালের ৮ অক্টোবর কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন বিভাগ উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।