শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

'পাকিস্তানের বিপক্ষে একাদশ প্রস্তুত ভারতের'

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ২১:০৫

আসন্ন টি-২০ বিশ্বকাপে আবারও মুখোমুখি এশিয়ার চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে বেশ উত্তাপ ছড়ায় মাঠে। মাঠের উত্তাপ কখনও ছড়িয়ে পড়ে মাঠের বাইরে। কথার লড়াই শুরু হয়ে যায় সমর্থক থেকে শুরু করে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে।

এবারের টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বেই দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের। আর এরই মধ্যে শুরু হয়ে গেছে ম্যাচকে ঘিরে প্রস্তুতি। বিশ্বকাপ শুরুর আগেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচের একাদশ ঠিক করে ফেলেছে ভারত।

ফটোসেশন ও প্রশ্ন-উত্তর পর্বে বিশ্বকাপে অংশগ্রহনকারী ১৬টি দেশের অধিনায়ক

শনিবার (১৫ অক্টোবর) বিশ্বকাপে অংশগ্রহনকারী ১৬টি দেশের অধিনায়কদের নিয়ে ফটোসেশন ও প্রশ্ন-উত্তর পর্ব আয়োজন করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর এতে উপস্থিত হয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমি শেষ মিনিটের সিদ্ধান্তে বিশ্বাস করি না। আমি দল নির্বাচন নিয়ে ছেলেদের আগেই বলে রাখতে চাই, যাতে করে তারা আগেই প্রস্তুত হতে পারে। এরইমধ্যে পাকিস্তান ম্যাচের একাদশ ঠিক করে ফেলেছি। খেলোয়াড়দের ইতোমধ্যে সেটা জানানোও হয়েছে। শেষ মিনিটের ভাবনায় আমি বিশ্বাস করি না। আমি তাদের ভালোভাবে প্রস্তুত দেখতে চাই।’

রোহিত শর্মা

ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে উত্তাপ ছড়ালেও দুই দেশের ক্রিকেটারদের মাঝে তার কোন ছাপ পড়ে না। রোহিত আরও বলেন, 'আমরা পাকিস্তানের বিপক্ষে খেলা বুঝি, কিন্তু প্রতিবারই এটা নিয়ে কথা বলে নিজেদের মধ্যে চাপ সৃষ্টি করার কোনো মানে হয় না। যখনই আমরা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে দেখা করি, তখনই তারা কেমন আছে, তাদের পরিবার কেমন আছে তা নিয়ে কথা বলি। জীবন কেমন চলছে এবং তারা কী নতুন গাড়ি কিনেছে বা কি কিনতে চলেছে আমরা শুধু তা নিয়েই কথা বলি।'

এবারের টি-২০ বিশ্বকাপে ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

 

 

 

ইত্তেফাক/জেডএইচ