রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আবার জ্বালানি তেলের দাম কমলো শ্রীলঙ্কায়

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১২:২০

শ্রীলঙ্কার সরকার এবার জ্বালানি তেলের দাম কমালো। অক্টোবর মাসেই দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম কমালো দেশটি। বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে, শ্রীলঙ্কার অর্থনীতি এ বছর ৯ দশমিক ২ শতাংশ সংকুচিত হতে পারে। এর মধ্যে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। নিউজওয়্যার এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা জানান, সিলন পেট্রোলিয়াম কর্পোরেশন (সিপিসি) প্রতি লিটার পেট্রলের দাম ৪০ রুপি কমিয়েছে। ডিজেলের দাম কমেছে ১৫ রুপি।

সোমবার (১৭ অক্টোবর) থেকেই এক লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৩৭০ রুপি করে। অক্টোবরের শুরুতে প্রতি লিটার পেট্রলের দাম ১০ শতাংশ কমানো হয়েছিল। আর ডিজেল বিক্রি হচ্ছে ৪১৫ রুপিতে। সোমবার রাত ৯ টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

অন্যান্য পেট্রোলিয়াম জাতীয় পণ্যের দাম একই থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কাঞ্চনা। বিদ্যুৎ বিভ্রাট, গ্যাস ও পানির তীব্র সংকট, খাদ্য সংকট, প্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দামসহ অনেক সমস্যার বেড়াজালে আটকা পড়েছে শ্রীলঙ্কার সাধারণ মানুষ।

শ্রীলঙ্কার নাগরিকরা জানান, ১৯৪৮ সালে স্বাধীনতার পর এমন বিপর্যয়ের মুখে পড়েনি দেশটির অর্থনীতি। অর্থনৈতিক সংকটে ফুঁসে উঠে দেশটির সাধারণ মানুষ। চরম আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপর দেশের হাল ধরেন কয়েকবারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ।

এখন সরকার বিরোধী আন্দোলন না হলেও অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারেনি শ্রীলঙ্কা। যদিও সরকারের নীতি নির্ধারকরা এখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

ইত্তেফাক/এআই/ডিএস