শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফেসবুকে নির্বাচকদের বিরুদ্ধে পোস্ট দিয়ে নিষিদ্ধ মেহেদী রানা 

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ২০:২৮

জাতীয় দলে সুযোগ না পেয়ে ফেসবুকে নির্বাচকদের বিরুদ্ধে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন পেসার মেহেদী হাসান রানা। সব ধরনের ক্রিকেট থেকে মেহেদীকে ১ মাসের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

মেহেদী রানাকে কঠোরভাবে সতর্ক করে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘চলমান জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলা পেসার মেহেদী হাসান রানাকে এক মাসের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হল। সামাজিক যোগাযোগ মাধ্যম ও একটি জাতীয় দৈনিক পত্রিকায় মন্তব্য করার কারণে তাকে বোর্ড কর্তৃক এই শাস্তি দেওয়া হয়েছে। রানার নিষেধাজ্ঞা কার্যকর হবে আজ থেকেই। বিসিবিতে নিবন্ধিত একজন খেলোয়াড়ের কাছ থেকে এমন ব্যবহার সম্পূর্ণ অগ্রহণযোগ্য।' 

মেহেদী হাসান রানা

গত ১১ অক্টোবর মেহেদী তার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন নির্বাচককে ফোন করেছিলাম অন্য কিছু জানার জন্য। উনি আমাকে ফোন করে বললেন, বাংলাদেশ ‘এ’দলে যোগ দিতে। আগামীকাল থেকে অনুশীলন শুরু হবে। তার পরদিন দেখলাম যে প্র্যাকটিস শুরু হয়ে গেল, কিন্তু আমি নাই! আমি তো ওনাকে ফোন দিতেই পারি। ওনাকে ফোন করলাম। কমপক্ষে ১০ থেকে ১২ বার ফোন করেছি, ধরে নাই। তারপর আমি মেসেজ দিলাম। মেসেজ সিন করে রিপ্লাই দেয়নি।'

অবশ্য কিছুক্ষণ পরেই সেই পোস্ট ডিলিট করেন মেহেদী। তবে, তার আগেই সেই পোস্টটি সবার নজরে চলে আসে। পরের দিন তিনি আরও একটি পোস্ট দিয়ে জানান, তার পেইজের এডমিন প্যানেল থেকে পোস্টটি দেওয়া হয়েছিল।  

 

ইত্তেফাক/জেডএইচ