বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে প্রোটিয়াদের সামনে বাংলাদেশ

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৯:৩৪

বিশ্বকাপের মূল পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে আফগানিস্তানের কাছে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। আজ নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। 

বাংলাদেশ সময় আজ দুপুর ২টায় ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বা বাংলাদেশ। 

প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং বা বোলিং, দুই বিভাগেই রীতিমত আউটক্লাস হয়েছজে বাংলাদেশ। আফগানদের ১৬০ রানের জআব্বে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৯৮ রান সংগ্রহ করতে পারে টাইগাররা। ম্যাচ হারতে হয়েছিলো ৬২ রানের বিশাল ব্যবধানে। 

বিশেষত, আফগান বোলারদের বিপক্ষে রীতিমত হাঁসফাঁস করেছে বাংলাদেশের ব্যাটাররা। আজ দক্ষিণ আফ্রিকার বোলিং লাইনআপের বিপক্ষে কেমন করবে সেটা নিয়ে সংশয় থাকছেই। 

আফগানিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচেও উদ্বোধনী জুটিতে দেখা গেছে পরিবর্তন। যদিও পরে জানা যায় লিটন দাসের হালকা ইঞ্জুরির কারণে নামানো হয়নি তাকে। 

এদিকে, বাংলাদেশ দলের আরেকটি বড় দুঃশ্চিন্তার নাম মুস্তাফিজুর রহমানের ফর্মহীনতা। কোনোভাবে কোনোকিছু করেই যেন ফর্মে ফিরতে পারছেন না বাংলাদেশের কাটার মাস্টার। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে মুস্তাফিজ নিজেকে ফিরে না পেলে সেটি দলের জন্যই বিশাল বড় দুঃশ্চিন্তার কারণ হবে। 

মূল পর্বের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগে দক্ষিন আফ্রিকার বিপক্ষে আজ কঠিন পরিস্থিতিতে কেমন করে টিম টাইগার্স তার ওপরে নির্ভর করবে মূল পর্বের পারফরম্যান্সের আত্মবিশ্বাস।

ইত্তেফাক/এসএস