সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিশ্বের শীর্ষ বিজ্ঞানীর তালিকায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৯:৪৪

বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানীর তালিকায় আবারও স্থান পেয়েছেন সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. কাজী আজিজুল মাওলা। 

বৈজ্ঞানিক কর্মক্ষমতা এবং স্বতন্ত্র বিজ্ঞানীদের বৈজ্ঞানিক উৎপাদনশীলতার উপর ভিত্তি করে এডি সায়েন্টিফিক ইনডেক্স Alfer-Doger Scientific Index প্রকাশিত বিজ্ঞানীদের জন্য ২০২৩ সালের অউ  সূচকে পরপর তৃতীয় বছর বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের মধ্যে স্থান পেয়েছেন তিনি। তিনি বুয়েট এবং বাংলাদেশ উভয় ক্ষেত্রেই শীর্ষে রয়েছেন। 

অধ্যাপক ড. কাজী আজিজুল মওলাকে বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক ৪র্থ তিন বছর মেয়াদের জন্য বঙ্গবন্ধু নভো থিয়েটারের গভর্নিং বডির সদস্যপদ দেওয়া হয়েছে। এই মর্যাদাপূর্ণ পদটি প্রতি তিন বছরের মেয়াদে তিনজন বিজ্ঞানীকে দেওয়া হয়। এছাড়াও, প্রফেসর ড. কাজী আজিজুল মাওলাকে 'সেরা গবেষণা ও প্রকাশনায়' ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ' ' আইএবি এ্যাওয়ার্ড-২০২১ প্রদান করে।

ইত্তেফাক/এমএএম

এ সম্পর্কিত আরও পড়ুন