গাজীপুরের টঙ্গী কেরানীরটেক আমতলি বস্তি এলাকায় মাদকবিরোধী অভিযানে জাহানারা ঝানু (৫০) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
বৃহষ্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এপিবিএন-এর উত্তরা থানার অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মহোদয়ের সার্বিক নির্দেশনায় এএসআই মোমিনুল ইসলামের নেতৃত্বে ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করেন।
আটক জাহানারা ঝানুর টঙ্গী থানার আমতলি বস্তি এলাকার বাসিন্দা মো. কুদ্দুস লেংটার স্ত্রী। আটক করার সময় তার কাছ থেকে ৬৫ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে। অবৈধ নেশা জাতীয় ইনজেকশনের বাজার মূল্য আনুমানিক ১৩ হাজার টাকা। ও ৪৪ পিস সিরিঞ্জ জব্দ করা হয় যার বাজারমূল্য ১০ হাজার টাকা।
বৃহষ্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। পরে তাকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় জাহানারা ঝানুর নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।