দিনাজপুরের বিরামপুর উপজেলায় চোখ ওঠা বা চোখের ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ফলে চোখ ওঠা রোগে কালো চশমার ব্যবহার বেড়ে গেছে বহুগুণ। এ কারণে বাজারে কালো চশমার দাম বৃদ্ধি ও সংকট দেখা দিয়েছে।
বিরামপুর পুরাতন বাজারের চশমা বিক্রেতা মিলন অপটিক্যালসের মালিক আতিকুর রহমান মিলন জানান, চোখ ওঠা রোগের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দেওয়ায় কালো চশমার ব্যবহার বেড়েছে। এ কারণে কালো চশমার সংকট দেখা দিয়েছে। কালো চশমা প্রস্তুতকারীরা প্রতিটি চশমার মূল্য ২০ থেকে ৩০ টাকা বাড়িয়ে দিয়েছে। তবুও চাহিদা মতো কালো চশমা পাওয়া যাচ্ছে না। প্রস্তুতকারীরা দাম বাড়িয়ে দেওয়ায় স্থানীয় বাজারেও প্রতিটি কালো চশমা ২০ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শ্যামল কুমার রায় জানান, উপজেলার প্রত্যন্ত এলাকাতে এই ভাইরাসজনিত চোখের রোগ দেখা দিয়েছে। এই ভাইরাসটি কনজাংটিভাইটিস নামে পরিচিত। রোগীদের চোখের ড্রপ ও ওষুধ সেবনের পাশাপাশি কালো চশমা ব্যবহার করতে বলা হচ্ছে।