শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গণসমাবেশকে ঘিরে সান্ধ্য আইন জারি করেছে সরকার: রিজভী

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৩:৫১

বিএনপির গণসমাবেশকে ঘিরে সরকার মূলত ‘সান্ধ্য আইন জারি করেছে’ উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সমাবেশকে বাধাগ্রস্ত করতেই সরকারের নির্দেশে বাস চলাচল বন্ধ করা হয়েছে। দুই দিন আগে সড়ক পরিবহন ও লঞ্চ ধর্মঘট শুরু করা হয়। সরকারের নির্দেশে ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ, রোগী, পরীক্ষার্থীরা।

তিনি বলেন, তারপরও জনতার ঢলে পরিপূর্ণ এখন খুলনা শহর। তারা অধিকার ফিরে পেতেই সব চ্যালেঞ্জ উপেক্ষা করে বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশে যোগ দিয়েছেন। সরকার গণসমাবেশ ঠেকাতে যা করেছে তা নজিরবিহীন ও কলঙ্কজনক।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, গয়েশ্বর চন্দ্র রায় খুলনায় যে বাড়িতে অবস্থান করছিলেন, সেই বাড়ির লোকজনসহ সেখান থেকে প্রায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধু স্থানীয় নেতাকর্মীরাই নয়, ঢাকা থেকেও যেসব বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খুলনা গেছেন, তাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে।

তিনি আরও বলেন, জাহাঙ্গীরের নেতৃত্বে মাগুরা স্বেচ্ছাসেবক দলের একটি মাইক্রোবাস সমাবেশস্থলে যাওয়ার পথে পুলিশ গ্রেপ্তার করে গতকাল আদালতে পাঠায়। সাতক্ষীরা থেকে বাসযোগে সমাবেশে আসার পথে বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের ৫০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাগেরহাট থেকে আসার পথে বিএনপি নেতাকর্মীদের বহনকারী একটি ট্রলার আটকিয়ে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। ঝিকরগাছা থেকে আসার পথে ৩০/৪০ জন নেতাকর্মীকে আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে, পুলিশ তাদের আটক করেছে।

তিনি বলেন, কেশবপুর থেকে সমাবেশ স্থলে আসার পথে সোনাডাঙ্গায় ‘এই গাড়ি থাম’ বলে আওয়ামী সন্ত্রাসীরা হকিস্টিক, রড ও ছুরি দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে ভয়ানক জখম করেছে। সন্ত্রাসীরা তাদের কাছ থেকে টাকা-পয়সা ও মোবাইল ফোন নিয়ে গেছে। সমাবেশ স্থলের আশপাশসহ খুলনা মহানগরীর প্রবেশ পথে নেতাকর্মীদের ঢুকতে বাধার সৃষ্টি করা হয়েছে।

রিজভী আরও বলেন, সমাবেশকে নিয়ে যে তাণ্ডব দৃশ্যমান, তা আওয়ামী ফ্যাসিবাদেরই উন্মত্ত লীলা। এই মুহূর্তে আওয়ামী ত্রাসের ক্রমপরিবর্তনশীল সজ্ঞা জরুরি হয়ে পড়েছে। কারণ, এদের নিষ্ঠুরতার তুলনা বিশ্ব ইতিহাসে কম।

ইত্তেফাক/এসকে