শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সৌদি আরবে উচ্চ শিক্ষার সুযোগ

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ২০:২৬

সৌদি আববের শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে সকল শিক্ষার্থী সৌদি আরবে উচ্চ শিক্ষা গ্রহনে ইচ্ছুক তাঁরা  https://studyinsaudi.moe.gov.sa এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে। আগামী  জানুয়ারি ২০২৩ এর মাঝামাঝি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

ইতোমধ্যে বিভিন্ন দেশের শিক্ষার্থী সৌদি আরবে তাদের পড়ালেখা করার জন্য প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন করেছেন।

সৌদি আরবে শিক্ষা (Study in Saudi Arabia) শীর্ষক প্রোগ্রামে বিশ্বের ১৬০ টি দেশের ছাত্র এবং ছাত্রী উভয় শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষাবিদ, গবেষকরাও আবেদনের সুযোগ পাবেন। মন্ত্রণালয় ২৭ সেপ্টেম্বর স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী শিক্ষা ভিসা চালু করার জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী, গবেষক, শিক্ষাবিদরা সৌদি আরবে উচ্চ শিক্ষা গ্রহণ করবে এবং গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করবে।

https://saudigazette.com.sa/article/626336/SAUDI-ARABIA/Over-50000-international-students-register-for-Study-in-Saudi-Arabia-program?fbclid=IwAR0QNw1ry0lZW62fidfAHMxLYcV6YRLq3PZZEmltMe8a-FiulrcMAVr_wd4 

এই প্রকল্প এর লক্ষ্য সৌদি আরবকে বিশ্বের মাঝে একটি আকর্ষণীয় শিক্ষাবান্ধব দেশে পরিণত করা।

ইত্তেফাক/এসসি