শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১০:৫০

'নেকাব্বরের মহাপ্রয়াণ'র পর ফের কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। এ বিষয়ে কবি ও নির্মাতা মাসুদ পথিকের সঙ্গে চুক্তি হয়েছে নির্মলেন্দু গুণের।

বুধবার (২৬ অক্টোবর) নিজ ভেরিফায়েড ফেসবুকে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন মাসুদ পথিক।

চুক্তিপত্র হাতে ছবি দিয়ে মাসুদ লিখেছেন, 'আজ সন্ধ্যায় কবি নির্মলেন্দু গুণ দাদার বাসায়। 'নেকাব্বরের মহাপ্রয়াণ' এর পর নির্মলেন্দু গুণের কবিতা নিয়ে আবারও চলচ্চিত্র নির্মাণ করবো। আজ আমাদের মধ্যে চুক্তিপত্র স্বাক্ষরিত হলো। সাক্ষী হিসেবে হাজির ছিলেন লেখক রণজিৎ সরকার ও শান্ত ইমন। নতুন চলচ্চিত্রের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।'

উল্লেখ্য, নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে এর আগে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ নামের একটি মুক্তিযুদ্ধের কাহিনিভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করেছিলেন মাসুদ পথিক। এ চলচ্চিত্রে গ্রামীণ এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধার বঞ্চনার কাহিনি বর্ণিত হয়েছে।

ইত্তেফাক/এসকে

এ সম্পর্কিত আরও পড়ুন