শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পুরুষ ক্রিকেটারদের সমান ম্যাচ ফি পাবে ভারতের নারী ক্রিকেটাররা

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ২০:৫৬

রোহিত-কোহলিদের সমান ম্যাচ ফি পাবেন ভারত নারী ক্রিকেট দলের ক্রিকেটাররা। পুরুষ ও নারী ক্রিকেটাররা সমান ম্যাচ ফি পাবে। এমন সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

'লিঙ্গ সমতার নবযুগে' বোর্ডের চুক্তিবদ্ধ সকল ক্রিকেটাররা একই বেতন পাবেন বলেছেন বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ। গত জুলাই মাসে নিউজিল্যান্ড ক্রিকেট পাঁচ বছরের এমন একটি চুক্তি করে। তার পরই এই পদক্ষেপ নেওয়া হয়। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জয় শাহ তার টুইটারে পোস্টে লিখেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে, বিসিসিআই বৈষম্য মোকাবেলার দিকে প্রথম পদক্ষেপ নিয়েছে। আমরা আমাদের চুক্তিবদ্ধদের জন্য বেতন সমতা নীতি বাস্তবায়ন করছি। বিসিসিআই লিঙ্গ সমতার একটি নতুন যুগে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরুষ ও মহিলা ক্রিকেটার উভয়ের ম্যাচ ফি একই হবে।

জয় শাহ বলেন, এই চুক্তি অনুযায়ী পুরুষ ও নারী ক্রিকেটাররা টেস্টের জন্য প্রায় ১৫ লাখ রুপি, একদিনের আন্তর্জাতিক খেলার জন্য ছয় লাখ এবং টি-২০ ম্যাচের জন্য তিন লাখ রুপি উপার্জন করবেন।
 
               

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন