রোববার, ২৬ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

বর্ধিত উত্তেজনার মধ্যে নরওয়ের সামরিক প্রস্তুতির মাত্রা বৃদ্ধি

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৪:৫৬

ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়া হিসেবে সামরিক প্রস্তুতি বাড়ানোর ঘোষণা দিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ নরওয়ে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এক সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর। তিনি জানান, মঙ্গলবার (১ নভেম্বর) থেকে সামরিক বাহিনী নরওয়েতে তাদের প্রস্তুতি বাড়াবে। এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর নিরাপত্তা পরিস্থিতি।

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে রাশিয়ার সঙ্গে নরওয়ের সীমান্ত থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর অবশ্য বলেছেন, বর্তমানে তাদের এমনটা বিশ্বাস করার কোনও কারণ নেই যে, রাশিয়া নরওয়ে বা অন্য কোন দেশকে সরাসরি যুদ্ধে জড়াতে চায়। তবে ইউক্রেনের যুদ্ধ মানে ন্যাটো ভুক্ত সব দেশকেই সতর্ক থাকতে হবে।

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি

এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের একটি পথ দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। তিনি জানান, কিয়েভ ও মস্কোর মধ্যে সংঘাত বন্ধে শান্তিপূর্ণ সমাধান চাইলে পশ্চিমা শক্তিধর দেশগুলোর উচিত ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করা।

ইত্তেফাক/ডিএস