চিকিত্সাসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ ‘দেশ টিভি’ পরিবারের আজীবন সম্মাননা পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিত্সক ও প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় দেশ টিভির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী এমপিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে, আজীবন সম্মাননা জানানোর মাধ্যমে সম্মানিত করায় দেশ টিভি পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ।