শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শেরপুরে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকে মৃত্যু

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০৯:৩৯

শেরপুরের ঝিনাইগাতীতে হাতির পায়ে পিষ্ট হয়ে ৫৫ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে।  শনিবার (০৫ নভেম্বর) রাতে  উপজেলার তাওয়াকোচা টিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত অবিজল হক ওই গ্রামের মৃত ছামেদ আলীর ছেলে।

তাওয়াকোচা এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রহমত আলী জানান,  রাত সাড়ে ৯টার দিকে ৩০টি বন্যহাতির একটি দল গভীর অরণ্য থেকে নেমে এসে তাওয়াকোচা টিলাপাড়া গ্রামের আমন ধান খেতে হানা দেয়। গ্রামবাসীরা মশাল জালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করে। এ সময় পায়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হন কৃষক অবিজল হক।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রাংটিয়া ফরেস্ট বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

ইত্তেফাক/আরএজে

ইত্তেফাক/আরএজে