শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এনডিসিতে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০৯:৫৭

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে রোববার (৬ নভেম্বর) বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।

এনডিসিতে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন প্রণয় কুমার ভার্মা। গুরুত্বপূর্ণ এ পদে তিনি বিক্রম দোরাইস্বামীকে স্থলাভিষিক্ত করেন। ভার্মা এরআগে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি ভারতীয় কূটনীতিক হিসেবে তিনি হংকং, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতেও কাজ করেছেন।   

এনডিসিতে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ভাষণ দিচ্ছেন

চলমান এনডিসি কোর্সে বাংলাদেশ ও বিদেশী দেশগুলোর সামরিক ও বেসামরিক অংশগ্রহণকারীদের কাছে ভারতের বৈদেশিক নীতি, উন্নয়ন এবং নিরাপত্তা কৌশল সম্পর্কে একটি ভাষণ দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। এনডিসিতে তাকে স্বাগত জানান এর কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোঃ আকবর হোসেন।

ইত্তেফাক/ডিএস