সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পুণ্যস্নানের মধ্যেদিয়ে শেষ হলো দুবলারচরের রাস উৎসব

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১২:৩৩

বঙ্গোপসাগরের পুণ্যস্নানের মধ্যেদিয়ে মঙ্গলবার ভোর ৬টায় সুন্দরবনের দুবলারচরের দুদিনের রাস উত্সব শেষ হলো।

জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, সনাতনধর্মাবলম্বীদের দুবলারচরের দুদিনের রাস উত্সব সকালে শেষ হয়েছে। প্রায় ১০ হাজার নারী ও পুরুষ পূণ্যার্থী সারারাত আলোরকোলের রাধাকৃষ্ণের অস্থায়ী মন্দিরে কীর্তন আরাধনা শেষে মঙ্গলবার সকাল ৬টার দিকে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নান করেন। স্নান সেরে পূণ্যার্থীরা তাদের নৌকা ও ট্রলার করে নিজ নিজ বাড়ির পথে রওনা দেন।

ওসি জানান, এবার রাশ উত্সবে অংশ নিতে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে পূণ্যার্থী দুবলারচরের আলোরকোলে এসেছেন। এছাড়া উৎসবস্থলে বিভিন্ন পসরা সাজিয়ে ১৬টি অস্থায়ী দোকান বসেছিল।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও)  মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, দুবলার রাস উত্সবে অংশ নেওয়ার জন্য শুধুমাত্র সনাতনধর্মাবলম্বী মানুষদের অনুমতি দেওয়া হয়েছে। পূণ্যার্থীদের নির্বিঘ্নে যাতায়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া হরিণ শিকারীদের অপতৎপরতা বন্ধে বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানান এই বিভাগীয় বন কর্মকর্তা।    

 

ইত্তেফাক/আরএজে