সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মেয়েকে নিয়ে হাসপাতাল ছাড়লেন আলিয়া

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৩:৫২

গত ৬ নভেম্বর এইচএন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এবার মেয়েকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন  এই দম্পতি।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতাল ছেড়ে বাড়ির পথে রওনা হয়েছেন অভিনেত্রী।

এসময়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন রণবীর-আলিয়া। ছবিতে স্পষ্ট দেখা গেছে আলিয়াকে। পরনে কালো রঙের পোশাক। চোখে মুখে আনন্দ। পাশে রণবীর মেয়েকে কোলে নিয়ে বসে আছেন। তবে মেয়ের চেহারা দেখা যায়নি।

দীর্ঘ ৫ বছর প্রেমের পর গত ১৪ এপ্রিল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রণবীর-আলিয়া। বিয়ের আড়াই মাস না পেরোনোর আগে জুনে মা হওয়ার ঘোষণা দেন আলিয়া।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন