সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এবার ঋতুপর্ণার নায়ক নিরব

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৯:০৫

‘এই সিনেমায় মূলত দু’জন নায়িকা। একজন ঋতুপর্ণা সেনগুপ্ত, আরেকজন বাংলাদেশের নায়িকা রয়েছেন। সেই নামটা কৌশলগত কারণে বলতে যাচ্ছি না। ‘স্পর্শ’ ছবিতে নায়িকা কে থাকছেন এমন প্রশ্নে কথাগুলো বলেন চিত্রনায়ক নিরব হোসেন। ‘স্পর্শ’র মাধ্যমে ক্যারিয়ারে যৌথ প্রযোজনার ছবিতে যাত্রা শুরু হচ্ছে তার।

এ প্রসঙ্গে নিরব আরও বলেন, ‘অনেকদিন পর দেশে যৌথ প্রযোজনার ছবি নির্মাণ হতে যাচ্ছে। ভালো লাগছে সিনেমাটিতে মুক্ত হতে পেরে। আশা করছি, নতুন এই অভিজ্ঞতা আমার জন্য প্রাপ্তি বয়ে আনবে।’ ছবিটি বাংলাদেশ থেকে পরিচালনা ও প্রযোজনা করবেন অনন্য মামুন। কলকাতার অংশ প্রযোজনা করবেন অভিনন্দন দত্ত। ছবিটি নিয়ে কলকাতার গণমাধ্যমে কথা বলেছেন ঋতুপর্ণা। এই ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

আলাপকালে ঋতুপর্ণা বলেন, ‘অনেকদিন পর আবার ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি হচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা ছবি। গল্পটাও বেশ অন্যরকম। এ রকম একটা ছবির অংশ হতে পেরে ভালো লাগছে।’

ছবির গল্প প্রসঙ্গে ঋতুপর্ণা আরও বলেন, ‘গল্পটা খুবই আকর্ষণীয়। মানুষের সম্পর্কের টানাপোড়েনের গল্প। শেষ পর্যন্ত সম্পর্ককে কে আঁকড়ে ধরে বা কে ফেলে দেয়, সেটাই এই ছবির মূল উপজীব্য। এর বেশি এখনই বলতে চাইছি না।’

জানা গেছে, ‘স্পর্শ’ ছবিতে দুই বাংলার অনেক জনপ্রিয় মুখ অভিনয় করবেন। সবকিছু ঠিক থাকলে এ মাসের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন