যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) উড়োজাহাজে করে দেশের অভ্যন্তরে মাংস, সামুদ্রিক খাবার এবং তরল নয় এমন খাবার পরিবহন করে থাকে। তাদের মাধ্যমে এক যাত্রী তার প্রক্রিয়াজাত মুরগির ভেতরে করে পিস্তল পরিবহনের চেষ্টা করেছিলেন। তবে সেটা টিএসএর চোখ ফাঁকি দিতে পারেনি। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম 'মিরর' এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডা রাজ্যের ফোর্ট লডারডেলে এ ঘটনা ঘটে। টিএসএ এই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করেছে। এতে দেখা যায়, প্রক্রিয়াজাত একটি মুরগির পেটের ভেতরে যাত্রী একটি পিস্তল ঢুকিয়ে রেখেছেন। তবে সেটি ঢুকিয়ে রাখার আগে পিস্তলটি আবরণে পেঁচিয়ে নিয়েছেন যাতে সেটি নষ্ট না হয়।
এই ছবির ক্যাপশনে টিএসএ লিখেছে, অস্ত্র ও গোলাবারুদ পরিবহনের ক্ষেত্রে একটি নিয়ম আছে। সেটা আপনার পছন্দ হতেও পারে, নাও হতে পারে।
যুক্তরাষ্ট্রে অস্ত্র পরিবহনের সুযোগ রয়েছে। যা অন্য অনেক দেশের তুলনায় সহজ। টিএসএর নিয়ম অনুসারে, যাত্রীরা তাদের হাতব্যাগ ও লাগেজে যেমন খাবার পরিবহন করতে পারবেন, তেমনি বন্দুকও বহন করতে পারবেন।
তবে এ ক্ষেত্রে বন্দুকে কোনো গুলি রাখা যাবে না। আর বন্দুক শুধু লাগেজে পরিবহন করা যাবে। তবে এর আগে কাউন্টার থেকে সেটার অনুমোদন নিতে হবে। ফ্লোরিডার ফোর্ট লডারডেল হলিউড বিমানবন্দর থেকে এই পিস্তল উদ্ধার করা হয়।