সম্প্রতি মা হয়েছেন আলিয়া ভাট, বাবা হয়েছেন রণবীর কাপুর। গত ৬ নভেম্বর মুম্বাইয়ের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) মেয়েকে নিয়ে বাড়ি ফিরে এসেছেন এই তারকা দম্পতি। তবে এখন পর্যন্ত তারা মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি।
এখন উৎসবের পরিবেশ বিরাজ করছে কাপুর ও ভাট পরিবারে। সদ্যোজাত কন্যা ও স্ত্রীর সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন রণবীর কাপুর। তবে সাময়িক ছুটি কাটিয়ে খুব শিগগিরই আলিয়া ও মেয়েকে রেখে শুটিং সেটে ফিরতে হবে তাকে।
রণবীরের একাধিক ছবির শ্যুটিং বাকি রয়েছে। এর মধ্যে অন্যতম সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা ‘অ্যানিম্যাল’।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, দীর্ঘ বিরতির পর আগামী সপ্তাহ থেকেই কাজে ফিরবেন রণবীর। আগামী ১৭ নভেম্বর সিনেমার সেটে হাজির হবেন তিনি। ‘অ্যানিম্যাল’ ছবির শুটে ব্যস্ত হয়ে পড়বেন।
রণবীর কাপুরকে শেষ দেখা গিয়েছিল অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’-তে। চলতি বছর ৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। সেই সিনেমাতেই রণবিরের সঙ্গে প্রথম পর্দায় দেখা যায় আলিয়াকে। শোনা যায়, এই সিনেমার সেটেই তাদের মধ্যে প্রেম। এরপর এপ্রিলে বিয়ে। এখন তাদের কোলজুড়ে কন্যা।