শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আজ টিভির পর্দায় দেখবেন যেসব খেলা

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০৯:০৪

পর্দা নেমে গেছে ধুম ধামাকা ক্রিকেট উত্তেজনার টি-টোয়েন্টি বিশ্বকাপের। এদিকে কাতার বিশ্বকাপকে সামনে রেখে ইউরোপীয়ান ক্লাব ফুটবলেও পড়ে গেছে বিরতি। আপাতত টিভির পর্দায় দর্শকনন্দিত খেলার আসর তেমন নেই।

তবে এদেশের হকিতে নতুন করে প্রাণের সঞ্চার করা হকি চ্যাম্পিয়নস ট্রফির কোয়ালিয়াফায়ার আর এলিমিনেটর মাঠে গড়াবে আজ। চলুন এক নজরে দেখে নেয়া যাক ক্রীড়াপ্রেমীরা আজ কোন টিভি চ্যানেলে কোন খেলা উপভোগ করতে পারবেণ।

হকি

হকি চ্যাম্পিয়নস ট্রফি

একমি চট্টগ্রাম-রূপায়ণ কুমিল্লা
সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
টি স্পোর্টস

মেট্রো বরিশাল-মোনার্ক পদ্মা
রাত ৮টা ১৫ মিনিট
টি স্পোর্টস

টেনিস

এটিপি ফাইনালস
সন্ধ্যা ৭টা
স্পোর্টস ১৮-১ 

কাবাডি

প্রো কাবাডি লিগ
সন্ধ্যা ৫টা ৫০ মিনিট
স্টার স্পোর্টস ২

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন