মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

তুরাগে নকশা বহির্ভূত ভবন উচ্ছেদ

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৫:২০

রাজধানীর তুরাগে নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনের বর্ধিতাংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এ সময় ভবনগুলোর ভবন মালিকদের সর্তক করা হয়।

তুরাগের ধরঙ্গের টেক এলাকায় সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে অভিযান শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত।

রাজউক নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, যেসব ভবনের মালিক রাজউকের নকশা অনুমোদন নিয়েও নকশা অনুযায়ী ভবন নির্মাণ করে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি। একইসঙ্গে নকশা অনুমোদন নিয়ে ভবন মালিকদের সে অনুযায়ী ভবন নির্মাণের নির্দেশ প্রদান করছি। এই এলাকায় ইতিপূর্বে কখনো মোবাইল কোর্ট পরিচালনা করা হয়নি, যা আমরা এখন শুরু করেছি এবং তা পর্যায়ক্রমে চলমান থাকবে। আমরা শুধু ব্যত্যয় করা ভবন মালিকদের দণ্ডিত করেছি তা নয়, তারা যেন নিয়ম মেনে ভবন নির্মাণ করে সে ব্যাপারে ভবন মালিকদের সচেতন হবার নির্দেশ দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী রাজু জানান, এই এলাকায় উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার পরে অনেক ভবন হচ্ছে। রাজউকের অনুমোদন নিলেও অনেকেই নিয়ম না মেনে ভবন তৈরি করে। রাজউক সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছে। প্রথম এই এলাকায় রাজউকের নকশা বহির্ভূত ভবনে উচ্ছেদ অভিযান হলো। এতে মনে হয় ভবিষ্যতে যারা ভবন নির্মাণ করেন তারা রাজকের নকশা বহির্ভূত ভবন নির্মাণ করবেন না। এতে করে জনগণের মধ্যে জনসচেতন সৃষ্টি হবে।

মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন ৩/২ এর অথরাইজ অফিসার শেখ মোহাম্মদ এহসানুল ইমাম, সহকারী অথরাইজড অফিসার আতাউর রহমান শেখ, প্রধান ইমারত পরিদর্শক ফাত্তাউদ্দিন ও ইমারত পরিদর্শক জয়নাল আবেদীন প্রমুখ।

ইত্তেফাক/এসকে