বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন আফ্রিদি

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০২:২৩

দীর্ঘ সময়ের জন্য ছিটকে যাচ্ছেন শাহিন শাহ আফ্রিদি। রবিবার মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ক্যাচ নেওয়ার সময় হাঁটুর চোটে পড়েন আফ্রিদি। এরপর বোলিংয়ে ফেরার চেষ্টা করলেও এক বল করেই মাঠের বাইরে চলে যান তিনি। 

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, হাঁটুর চোটে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও তাকে পাবে না পাকিস্তান। আফ্রিদির ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে দেশে ফেরার পর এ ব্যাপারে পিসিবি আনুষ্ঠানিক বিবৃতি দেবে বলে জানা গেছে।

শাহিন শাহ আফ্রিদি।

গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন আফ্রিদি। এরপর তাকে দীর্ঘ সময় থাকতে হয় মাঠের বাইরে। গত পরশু একই জায়গায় আবার চোট পান তিনি। ইনিংসের ১৩তম ওভারে লং অফ থেকে ছুটে এসে হ্যারি ব্রুকের ক্যাচ নেওয়ার সময় ঐ হাঁটুতে ভর দিয়ে চোটে পড়তে হয় তাকে। ব্যথার ভাবটা চোখেমুখে স্পষ্ট ফুটে ওঠে তার। ফিজিওর সঙ্গে উঠে যান। মাঠে ফিরে ১৬তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে আসেন তিনি। তবে ভুগছিলেন। তাই ১ বল করেই আবারও উঠে যেতে হয় তাকে।

ইত্তেফাক/ইআ