টিভির পর্দায় আপাতত ফুটবল ক্রিকেটের লড়াই নেই। সমগ্র বিশ্বের অপেক্ষা কাতারের মাটিতে ফুটবল বিশ্বকাপের মহারণ মাঠে গড়ানোর।
এদিকে, দেশের হকিতে নতুন করে পরাণ ফেরানো হকি চ্যাম্পিয়নস ট্রফির এলিমিনেয়াটর মাঠে গড়াবে আজ। চলুন এক নজরে দেখে নেয়া যাক ক্রীড়াপ্রেমীরা আজ কোন টিভি চ্যানেলে কোন খেলা উপভোগ করতে পারবেণ।
হকি
হকি চ্যাম্পিয়নস ট্রফি
এলিমিনেটর
রূপায়ণ কুমিল্লা- মোনার্ক পদ্মা
সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
টি স্পোর্টস
টেনিস
এটিপি ফাইনালস
সন্ধ্যা ৭টা
স্পোর্টস ১৮-১
কাবাডি
প্রো কাবাডি লিগ
সন্ধ্যা ৭টা ৫০ মিনিট
স্টার স্পোর্টস ২