শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পঞ্চমবারের মতো বিশ্বকাপ মঞ্চে যাচ্ছেন মেক্সিকোর ওচোয়া, গুয়াডাডো

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১৭:৩৫

কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন মেক্সিকোর কোচ জেরার্ডো মার্টিনো। এই নিয়ে পঞ্চমবারের মত মেক্সিকোর বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক গুইলের্মো ওচোয়া ও মিডফিল্ডার আন্দ্রেস গুয়াডাডো।

স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসে খেলা ৩৬ বছর বয়সী গুয়াডাডোসহ আরও ৮ জন ইউরোপের বিভিন্ন লিগে খেলা খেলোয়াড়দের এবারের বিশ্বকাপের দলে ডেকেছেন মার্টিনো। তিন দশকেরও বেশী সময় পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে এবার কাতারে যাচ্ছে মেক্সিকানরা।

মেক্সিকো জাতীয় দলের সর্বোচ্চ ম্যাচ খেলা ৩৭ বছর বয়সী ওচোয়া ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিলের সঙ্গে গোলশুন্য ড্রয়ের ম্যাচটিতে একাই পুরো দলকে রক্ষা করেছিলেন।

সেভিয়ার হয়ে অনুশীলনে গোঁড়ালির লিগামেন্টের ইঞ্জুরিসহ পায়ের হাড়ে চিড় ধরায় বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন উইঙ্গার জেসুস করোনা। শেষ তিনটি বিশ্বকাপ খেলা লস এ্যাঞ্জেলস গ্যালাক্সির অভিজ্ঞ স্ট্রাইকার জাভিয়ের হার্নান্দেজ চিচারিতোর জায়গা হয়নি এবারের বিশ্বকাপ স্কোয়াডে।

বিশ্বকাপে গ্রুপ-সি’তে মেক্সিকো প্রতিপক্ষ হিসেবে পাবে পোল্যান্ড, আর্জেন্টিনা ও সৌদি আরবকে।

মেক্সিকোর বিশ্বকাপ স্কোয়াড :

গোলরক্ষক : গুইলের্মো ওচোয়া, রোডোলফো, আলফ্রেডো টালাভেরা।

ডিফেন্ডার : কেভিন আলভারেজ, নেস্তর আরাউজো, জেরার্ডো আরটিগা, জেসুস গালারডো, হেক্টর মোরেনো, সিজার মন্টেস, জর্জ সানচেজ, ইয়োহান ভাসকুয়েজ।

মিডফিল্ডার : এডসন আলভারেজ, রবার্তো আলভার্দো, উরিয়েল আনটুনা, লুইস শাভেজ, আন্দ্রেস গুয়াডাডো, এরিক গুটিরেজ, হেক্টর হেরেরা, ওরবেলিন পিনেডা, কার্লোস রডরিগুয়েজ, লুইস রোমো।

ফরোয়ার্ড : রোগেলিও ফুনেস মোরি, রাউল জিমিনেজ, হার্ভিং লোজানো, হেনরি মার্টিন, এ্যালেক্সিস ভেগা।

ইত্তেফাক/এসএস