শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

স্কাউট আন্দোলন বেগবান করতে সরকার কাজ করছে: নিক্সন চৌধুরী

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১৮:৪০

ফরিদপুর-৪ আসনের সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘স্কাউট আন্দোলনকে আরও বেগবান করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। স্কাউট আন্দোলনকে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। এতে করে যুবসমাজ মাদক ও ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।’

মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে ৫০২তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের হাইকিং অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন এমপি নিক্সন চৌধুরী। 

তিনি আরও বলেন, ‘স্কাউট ইউনিট লিডার বেসিক করছে যে সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষকগণ যোগ দিয়েছেন তারা স্ব স্ব প্রতিষ্ঠানে স্কাউটের আন্দোলনকে সুন্দরভাবে তুলে ধরবেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম, ৫০২ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের কোচ লিডার ফরিদ আহমেদ, মোসলে উদ্দিন আহমেদ এএলটি, এম সাইদুর রহমান বাবু এএলটি, বেলায়েত হোসেন এএলটি, জেসমিন সুলতানা উড ব্যাজার, নুরুন্নাহার রুপা উড ব্যাজার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

ইত্তেফাক/এএএম