শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

জবি আবৃত্তি সংসদের সভাপতি রকি ও সাধারণ সম্পাদক রিয়াজ

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৯:২৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে এহসানুল হক রকি ও সাধারণ সম্পাদক পদে রিয়াজুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

বুধবার (১6 নভেম্বর) সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ কামরুল ইসলাম ও কে এম সুজাউদ্দিন ও সদ্য সাবেক সভাপতি জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক আনন্যামা নাসূহা নুহিন কমিটির অনুমোদন দেন।

কমিটিতে অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে সাদিকা নিসা ও সাজিয়া ইফফাত, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আলম নূর ও মাঈন আল মুবাশ্বির, সাংগঠনিক সম্পাদক পদে বেনজির আহমেদ, অর্থ সম্পাদক পদে রিদুয়ান ইসলাম, কর্মশালা সম্পাদক পদে শিউলী আক্তার, দপ্তর সম্পাদক পদে আতিক মেসবাহ লগ্ন, প্রচার সম্পাদক পদে আনোয়ার হোসেন, অনুষ্ঠান সম্পাদক পদে অনামিকা গাইন দায়িত্ব পেয়েছেন।

ইত্তেফাক/এমএএম