রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

১৯ নভেম্বর থেকে পাবিপ্রবির কোটায় ভর্তি সাক্ষাৎকার শুরু 

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১৬:০৫

আগামী শনিবার (১৯ নভেম্বর) থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের কোটায় ভর্তি সাক্ষাৎকার  শুরু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।  সাক্ষাৎকার চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত।

সংশ্লিষ্টরা জানান, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, উপজাতি এবং পোষ্য এই চার ধরনের কোটার শিক্ষার্থীদের সাক্ষাৎকার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নেওয়া হবে।

শনিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দপ্তরে। প্রতিবন্ধী কোটার সাক্ষাৎকার শুরু হবে। রবিবার (২০ নভেম্বর) মুক্তিযোদ্ধা কোটার সাক্ষাৎকার নেওয়া হবে এবং সোমবার (২২ নভেম্বর) কোষাধ্যক্ষের দপ্তরে উপজাতি ও পোষ্য কোটার সাক্ষাৎকার নেওয়া হবে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. ফজলে রাব্বী খান ইত্তেফাককে বলেন, এই শিক্ষাবর্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৬ জন শিক্ষার্থী কোটায় ভর্তি করা হবে

ইত্তেফাক/আরএজে