শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন শুরু

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১৪:৫৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে কার্জন হল থেকে শোভাযাত্রা শুরু হয়। জাতীয় সংগীত গাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

এর আগে রাষ্ট্রপতির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কনস্টিট্যুয়েন্ট কলেজের অধ্যক্ষ ও পরিচালকদের অংশগ্রহণে কার্জন হল থেকে সমাবর্তন শোভাযাত্রা শুরু হয়।

ছবি: ইত্তেফাক

২০১৯ সালে সর্বশেষ ৫২তম সমাবর্তনের মধ্য দিয়ে সর্বশেষ সমাবর্তন হয়। করোনা মহামারির অভিঘাতের কারণে তারপর তিন বছর আর কোন সমাবর্তন অনুষ্ঠিত হয়নি। করোনা মহামারীর অভিঘাতের পর প্রথমবারের অনুষ্ঠিত হচ্ছে ৫৩তম অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের।

ছবি: স্টার মেইল

এবারের সমাবর্তনে অংশ নেওয়ার জন্য নাম লিখিয়েছেন মোট ৩০ হাজার ৩৪৮ গ্র্যাজুয়েট। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার উপাদানকল্প কলেজ-ইনস্টিটিউটের গ্র্যাজুয়েট ২২ হাজার ২৮৭ জন, আর অধিভুক্ত সরকারি সাত কলেজের গ্র্যাজুয়েট ৭ হাজার ৭৯৬ জন।

ছবি: স্টার মেইল

দীর্ঘদিন পর সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। নোবেলজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জঁ তিরোল সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন।

ইত্তেফাক/এসকে