শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বলিউডের প্রবীণ অভিনেত্রী তাবাসসুম গোভিল মারা গেছেন

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৩:৫০

বলিউডের প্রবীণ অভিনেত্রী তাবাসসুম গোভিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মুম্বাইয়ের একটি হাসপাতালে শুক্রবার (১৮ নভেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

অভিনেত্রীর ছেলে হোসাং গোভিল জানান, শনিবার রাতে ৮টা ৪০ মিনিটে এক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। এর আগে পুরো সুস্থ ছিলেন তিনি। ১০ দিন আগে একটি অনুষ্ঠানের জন্য শুটিংও করেছেন। পরের সপ্তাহে আবার শুটিং করার কথা ছিল। হঠাৎ করেই চলে গেলেন তিনি।

অভিনেত্রী পঞ্চাশের দশকে ইন্ডাস্ট্রিতে ‘বেবি তাবাসসুম’ নামেই পরিচিত ছিলেন।

তিনি ‘মেরা সুহাগ’ (১৯৪৭), ‘মঞ্জধর’ (১৯৪৭) এবং ‘বারী বেহেন’ (১৯৪৯)-এর মতো আরো অনেক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।

১৯৫০’র দশকে তাবাসসুম ‘সারগাম’, ‘সংগ্রাম’, ‘দিদার’ এবং ‘বৈজু বাওরা’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। পৃথ্বীরাজ কাপুর, দিলীপ কুমার এবং মধুবালা অভিনীত  ঐতিহাসিক মহাকাব্য ‘মুঘল-ই-আজম’-এ তিনি অভিনয় করেছিলেন। 

২০০৬ সালে তিনি ধারাবাহিক নাটক ‘পেয়ার কে দো নাম: এক রাধা, এক শ্যাম’-এ হাজির হন। দর্শকদের বেশ প্রশংসা কুড়ান এই অভিনেত্রী।

মৃত্যুকালে স্বামী বিজয় গোভিল এবং ছেলে হোশাংকে রেখে গেছেন তাবাসসুম। গুণী ও প্রবীণ এই অভিনেত্রীর মৃত্যুতে ইন্ডাস্ট্রির তারকারা শোক প্রকাশ করছেন।

সূত্র: এনডিটিভি/ইন্ডিয়ান এক্সপ্রেস

ইত্তেফাক/আরএজে

এ সম্পর্কিত আরও পড়ুন