শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাঠালিয়ায় চাঁদাবাজি মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০১:৫২

ঝালকাঠির কাঠালিয়ায় চাঁদাবাজির মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। মামলার বাদী উপজেলার আমুয়া গ্রামের মৃত আবদুল কাদের সিকদারের ছেলে মো. শামসুল হক সিকদারকে বিবাদীরা মামলার পর থেকেই প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে এবং বরিশালের পিবিআই চাঁদাবাজি মামলাটি গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার সরেজমিনে তদন্ত করেছেন বলে তিনি জানান।

মামলার বাদী মো. শামসুল হক সিকদার বলেন, পৈতৃক সম্পত্তিতে দোকানঘর তুলতে গেলে আসামিরা আমার কাছে চাঁদা দাবি করেন। তাদের বিরুদ্ধে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজির মামলা করায় আসামিরা ক্ষিপ্ত হয়ে আমাকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেয়। ভয়ে আমি পালিয়ে বেড়াচ্ছি।’ এ দিকে বরিশালের পিবিআই চাঁদাবাজি মামলাটি গত বৃহস্পতিবার সরেজমিনে তদন্ত করেছে।

মামলার বিবাদী দেলোয়ার হোসেন হুমকির বিষয়টি অস্বীকার করে বলেন, শামসুল হক সিকদার আমাদের নামে একটি চাঁদাবাজির মিথ্যা মামলা করছেন।

 

ইত্তেফাক/ইআ