শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যশোরের ‘সন্ত্রাসী’ বুনো আসাদের মৃত্যু

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ০৮:৫৪

দুর্বৃত্তদের হামলার ১২ দিন পর যশোরের ‘সন্ত্রাসী’ আহত আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদ মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২১ নভেম্বর) তিনি মারা যান।

গত ৮ নভেম্বর যশোর শহরের সাদেক দারোগার মোড়ে বুনো আসাদ হামলার শিকার হন। তার বাড়ি যশোর শহরের বেজপাড়া বনানী রোডে।

জানা গেছে, গত ৮ নভেম্বর রাতে বেজপাড়া সাদেক দারোগার মোড়ে বুনো আসাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।  স্থানীয়রা আহত আসাদকে প্রথমে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি বলে হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার দুপুরে তিনি মারা যান। তার নামে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

মৃতের ছোটভাই সাইদুর রহমান বলেন, এ ঘটনায় আমি বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছিলাম। আসামিরা হলেন- বেজপাড়া কবরস্থান সড়কের একাধিক মামলার আসামি খাবড়ি হাসান, আকাশ, চঞ্চল ও বিপ্লব।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, আসাদ মারা যাবার ঘটনাটি জেনেছি। ইতোমধ্যে পুলিশ এই মামলার এজাহারভুক্ত আসামি খাবড়ি হাসানকে আটক করেছে। অন্যদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

ইত্তেফাক/আরএজে